নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা রওশন এরশাদের

নিজস্ব প্রতিবেদক

দলের ও নেতাদের অবমূল্যায়নের কারণ দেখিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তিনি বলেন, ‘এমন অবস্থায় নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।’

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নিজ বাসায় অনুসারীদের সঙ্গে রূদ্ধদ্বার বৈঠকে বসেন রওশন এরশাদ। দীর্ঘ দুই ঘণ্টার মতো চলে বৈঠকটি। পরে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান রওশন এরশাদ।

তিনি বলেন, আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিলাম। এবারও নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করায়, যোগ্য অনেক প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।

এর আগে, গত ২৭ নভেম্বর ২৮৯ আসনে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করে জাতীয় পার্টি। যেখানে যায়গা হয়নি রওশন এরশাদ ও তার ছেলে সাদ এরশাদের।

প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের জন্য ময়মনসিংহ- ৪ আসন ফাঁকা রেখে ২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করেছিল জাতীয় পার্টি। বুধবার (২৯ নভেম্বর) ময়মনসিংহ- ৪ আসনে প্রার্থীর নাম জানালো দলটি। ময়মনসিংহ- ৪ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন আবু মুসা সরকার।

পূর্ববর্তী নিবন্ধসায়েদাবাদে রাইদা পরিবহনের বাসে আগুন
পরবর্তী নিবন্ধবিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে