মুকসুদপুরে কোভিড-১৯ বিষয়ে অবহিতকরণ সভা

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা বুরো,স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজনে এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়নে ৮ নভেম্বর বুধবার সকাল ১০ টায় কমপে¬ক্স রুমে কোভিড- ১৯ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে সভায় কোভিড-১৯ প্রতিরোধ করণীয় বিষয় মুল প্রবন্ধ উপস্থাপনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: দীপ সাহা। সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলার নয়নের সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত,পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,যুগ্ম সম্পাদক হাদিউজ্জামান,প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন,সদস্য মো: হাফিজুর রহমান লেবু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের ইমাম মাওলানা হাফেজ মো: মনিরুজ্জামান,টেংরাখোলা হাফিজিয়া মসজিদের ইমাম হাফেজ আইয়ুব আলী,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ রিংকু রানী মালো প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধআইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ কখনো বিরোধী দল দমনের রাজনীতি করে না: কাদের