পিএসজিকে হারল এসি মিলান

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল এসি মিলান। তিন ম্যাচ থেকে মাত্র দুই ড্রতে গ্রুপে পয়েন্ট টেবিলের তলানিতে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে সাতবারের চ্যাম্পিয়ন দলটি মুখোমুখি হয়েছিল ফ্রেঞ্চ লিগের প্যারিস সেন্ট জার্মেইয়ের। আর তাতেই বাজিমাত। নিজেদের মাঠের খেলায় ফ্রান্সের দলটিকে ২-১ গোলে হারিয়ে লড়াইয়ে ফিরেছে এসি মিলান। রাফায়েল লিও এবং অলিভার জিরুদ মিলানের হয়ে গোল করেছেন। পিএসজির হয়ে ব্যবধান কমান মিরান স্ক্রিনিয়ার।

শেষ পর্যন্ত এসি মিলান গ্রুপ পর্ব পার হতে পারবে কিনা তা সময় ই বলে দেবে। তবে এ জয়ের মাঝ দিয়ে প্রতিযোগিতায় ফিরে এসেছে। ৪ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্যারিস সেন্ট জার্মেই। শীর্ষে রয়েছে ররুশিয়া ডর্টমুন্ড। ৪ ম্যাচ থেকে ৭ পয়েন্ট পেয়েছে এ দলটি। মঙ্গলবার রাতে নিউক্যাসেল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে তারা।

প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে এ জয় এসি মিলানকে প্রতিদ্বন্দ্বিতায় ফিরিয়ে এনেছে। দলটির সমর্থকদের জন্য এ জয়ের আনন্দ দ্বিগুন। কেননা পিএসজির বর্তমান গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা দুই বছর আগে এসি মিলান ছেড়ে প্যারিস ক্লাবটিতে যোগ দিয়েছিলেন। সেই ডোনারুমার বিপক্ষে জয় সমর্থকদের আনন্দ বাড়িয়ে দিয়েছে।

মঙ্গলবারের এ জয় এসি মিলানের জন্য প্রতিশোধও । প্রথম লেগের খেলায় প্যারিস থেকে হারের তিক্ত স্বাদ নিয়ে এসেছিল তারা।

চ্যাম্পিয়ন্স লিগে মিলানের অবস্থা আসলেই বেশ নাজুক। গত তিন ম্যাচে একবারো তারা প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি। এ ম্যাচেও হারের শঙ্কা জেগেছিল। কেননা ম্যাচ শুরু হতে না হতেই তাদেরকে চমকে দিয়েছিলেন সফরকারী দল। সমর্থকরা ঠিক মতো নিজের আসনে বসতে না বসতেই গোলের দেখা পেয়েছিল প্যারিস সেন্ট জার্মেই। নবম মিনিটে মিলান স্ক্রিনিয়ার সফরকারীদের এগিয়ে নিয়েছিলেন।

এসি মিলান অবশ্য খুব বেশি সময় তাদের সমর্থকদের অস্বস্তিতে রাখেনি। গোল হজমের তিন মিনিট পরেই খেলা সমতা ফিরিয়ে আনেন রাফায়েল লিয়াও। আর বিরতির পরপরই অসাধারণ এক গোল করে মাঠে উপস্থিত ৭৫৬৪৯ জন সমর্থককে আনন্দে ভাসিয়ে দেন জিরুদ।

ম্যাচ শেষে মিলান কোচ স্তেফানো পিওলি বলেন, খেলোয়াড়রা তাদের জান প্রাণ দিয়ে লড়েছে। আমরা এমনটাই চেয়েছিলাম। একটা বড় দলের বিপক্ষে আমরা একটা দল হয়ে খেলতে পেরেছি। যোগ্য দল হিসেবে আমরা জয় পেয়েছি। এখন ডর্টমুন্ডের বিপক্ষে আমাদের ভালো খেলতে হবে।

আগামী ২৮ নভেম্বর ডর্টমুন্ডের বিপক্ষে এসি মিলান। এ ম্যাচেও স্বাগতিক মিলান। একই দিনে প্যারিস সেন্ট জার্মেই নিজেদের মাঠে আতিথেয়তা দেবে নিউক্যাসেল ইউনাইটেডকে।

পূর্ববর্তী নিবন্ধগাজায় প্রতিদিন নিহত হচ্ছে ১৬০ শিশু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরবর্তী নিবন্ধক্রিকেট বাদ দিয়ে গলফ খেলায় ব্যস্ত বাবর