স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ইংল্যান্ডের এমন ভরাডুবি শেষ কবে দেখেছে সবাই সেটা মনে করতে ইতিহাস ঘাটতে হবে। ক্রিকেটের জন্ম যে দেশে সে দেশটিরই এবারের বিশ্বকাপে সবচেয়ে খারাপ অবস্থা।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তকমার অত্যধিক চাপে পিষ্ট হয়েছে বাটলার, স্টোকসরা। তাইতো ম্যাচ শেষে অধিনায়ক জস বাটলারের সহজ স্বীকারোক্তি তাদের কারণেই দেশ ডুবেছে।
ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় জস বাটলার বলেন, ‘এটিই ইংল্যান্ড ক্রিকেটের সর্বনিম্ন অবস্থা। এটা আমাদেরকে কষ্ট দিচ্ছে। আমাদের মনে হচ্ছে আমরা দেশকে ডুবিয়েছি এবং সেটা এই জার্সি পরিহিত অবস্থায়।’
বাটলারকে ধরা হয় ইংলিশদের অন্যতম সেরা ওয়ানডে ক্রিকেটার। কিন্তু বিশ্বকাপে তার ফর্ম খারাপ যাচ্ছে। বাটলার বলেন, ‘সবাই চাচ্ছিল অধিনায়ক হিসেবে আমি যেন সামনে থেকে নেতৃত্ব দেই; কিন্তু আমার সাম্প্রতিক ফর্ম সবাইকে কষ্ট দিচ্ছে। অবশ্যই দলের ব্যাটিং অর্ডারের আমার পজিশনটা গুরুত্বপূর্ণ। যে কারণে আমার খারাপ ফর্ম দলের পারফরম্যান্সে বড় আঘাত করে।’
বিশ্বকাপে আসার আগে বেশ ভালো ফর্ম ছিল বাটলারের; কিন্তু সেটির ধারাবাহিকতা রক্ষা করতে পারেননি। ‘বিশ্বকাপের আগে আমি বেশ ভালো ফর্মে ছিল। কিন্তু এমন বাজে ফর্ম আমাকে হতাশ করে দিয়েছে।’