জেলা প্রতিনিধি
রাজধানী ঢাকার পর এবার গাজীপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওলিয়াবাড়ী এলাকায় আঞ্জুমান তেলের পাম্পের কাছে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।
মহানগরীর কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৯টার দিকে দেওলিয়াবাড়ী আঞ্জুমান তেলের পাম্পের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা বাসটির আগুন নিভিয়ে ফেলেন। কারা বাসটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে রোববারের হরতালের সমর্থনে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের নেতৃত্বে মশাল মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে।
বাবুল হোসেন বলেন, হরতালের সমর্থনে আমরা শান্তিপূর্ণ মশাল মিছিল করেছে। আমাদের ফাঁসাতে কে বা কারা বাসে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়।
এর আগে বিএনপির হরতাল কর্মসূচি ঘোষণার পরপরই রাজধানী ঢাকার কয়েকটি স্থানে অন্তত চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।