টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে ২ পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দল যে ক’টি ম্যাচে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছিলো, তার মধ্যে নেদারল্যান্ডস ম্যাচ একটি। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে ফিরছে বিশ্বকাপ ক্রিকেট।

এই ম্যাচে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সঙ্গে টস করতে নেমে হারতে হলো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, শরিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।

পূর্ববর্তী নিবন্ধনয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু
পরবর্তী নিবন্ধবিএনপি ফাউল করছে, লাল কার্ড দেখাতে হবে : ওবায়দুল কাদের