এসি মিলানকে উড়িয়ে পিএসজি শীর্ষে

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপের আরও একটা জাদুকরী পারফরম্যান্স, প্যারিস সেন্ট জার্মেইয়ের আরও একটা সহজ জয়। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এমবাপের চমৎকার পারফরম্যান্সে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানকে উড়িয়ে দিয়েছে পিএসজি। নিজেদের মাঠের এ খেলায় ৩-০ গোলে জয় প্যারিস ক্লাবটির। এমবাপের পাশাপাশি গোল করেছেন র‌্যান্ডল কোলো মুয়ানি ও লি ক্যাং ইন।

ম্যাচের প্রথমার্ধে এমবাপে গোল করে পিএসজিকে এগিয়ে নেন। প্রতিপক্ষের বক্সের ভেতরে সামনে থাকা ডিফেন্ডারকে চমৎকার ডজে ফাঁকি দিয়ে নিচু শটে বল জালে জড়িয়ে দেন তিনি। কোলো মুয়ানি দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুন করেন। জাতীয় দলের সতীর্থ ওসুমানে দেম্বেলে ছিলেন এ গোলের রূপকার। দেম্বেলের সঙ্গে দেওয়া নেওয়া করেই গোলের সুযোগ তৈরি করেন তিনি। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে স্কোরশিটে নাম লেখান লি ক্যাং ইন।

এসি মিলান ঘরোয়া লিগে দারুণ অবস্থায় রয়েছে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে সাবেক চ্যাম্পিয়ন দলটি। ইন্টার মিলানের পরই তাদের অবস্থান। কিন্তু গোলের সঙ্গে যেন তাদের আড়ি হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে তো বটেই, ঘরোয়া লিগেও একই অবস্থা। এ বছর চ্যাম্পিয়ন্স লিগে এখনো তারা গোলের দেখা পায়নি। চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে দলটি কোনো গোল করতে পারেনি। সব ধরনের প্রতিযোগিতামূলকম ম্যাচের শেষ চার ম্যাচে তারা একটি মাত্র গোল করেছে।

তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে পিএসজি সবার ওপরে, এসি মিলান সবার নিচে। তিন ম্যাচের দুই ড্র থেকে তাদের পয়েন্ট দুই।

ম্যাচ শেষে মিলানের ওলিভার জিরুদ বলেন, ‘প্রথমার্ধে যেভাবে চেয়েছিলাম আমরা সেভাবে খেলতে পেরেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা পরিকল্পনা অনুসারে খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে আমরা বেশ কিছু ভুল করেছি তার খেসারতও দিতে হয়েছে।’

আগামী ৭ নভেম্বর এসি মিলান নিজেদের মাঠে পিএসজিকে আতিথেয়তা দেবে। নক আউটের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সে ম্যাচে জয়ের বিকল্প নেই মিলানের।

 

পূর্ববর্তী নিবন্ধ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা
পরবর্তী নিবন্ধঅ‌ভিন‌য়ে ফেরার প‌রিকল্পনা জানা‌লেন বিপাশা বসু