রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে বিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়।

দ্বিতীয় ইউনিট থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ভোর ৪টার দিকে বিদ্যুৎ কেন্দ্রে পরিক্ষামূলক উৎপাদন শুরু হয়। শুরুতে দ্বিতীয় ইউনিটে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এর আগে ২০২২ সালের ১৭ ডিসেম্বর বাগেরহাটের রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদন যায়। এরপর কয়েক দফা বন্ধ হলেও বর্তমানে কেন্দ্রটির প্রথম ইউনিট চালু রয়েছে। দুই ইউনিট মিলে এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৩২০ মেগাওয়াট।

 

পূর্ববর্তী নিবন্ধআজ রাতেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় হামুন : দুর্যোগ প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধটস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরেছেন সাকিব