পূজামণ্ডপে সিসি ক্যামেরা-আর্চওয়ে ব্যবহার করা হচ্ছে: ডিএমপি কমিশন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২৪৭টি পূজামণ্ডপ রয়েছে। প্রত্যেকটি জায়গায় নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে আর্চওয়ে ব্যবহার করা হচ্ছে।

রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ, আনসার এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তারপরেও আমি অনুরোধ জানাবো যারা পূজা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ও যারা আসবেন নিরাপত্তার স্বার্থে সচেষ্ট থাকবেন। সতর্ক থাকবেন যেন কোনো স্বার্থান্বেষী মহল বিশৃঙ্খলা বা দুর্ঘটনা ঘটাতে না পারে।

তিনি বলেন, আমরা সবাই মানুষ। আমরা যেন নিজের মনের ভেতরের অসত্যকে হত্যা করি। মঙ্গল আলোকে উদ্ভাসিত হয়ে বাংলাদেশের মানুষ আলোকিতময় হয়ে ভালো থাকি।

পূর্ববর্তী নিবন্ধকোনো অবস্থাতেই গাজায় যুদ্ধবিরতি নয় : ইসরায়েল
পরবর্তী নিবন্ধআলোচনায় শাহরুখ খানের ১৩ কোটি টাকা মূল্যের গাড়ি