রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৩২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ (১৪ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৯০৩ ইয়াবা, ২ কেজি ৮০০ গ্রাম ১০ পুরিয়া গাঁজা ও ৪৯৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেফতার ৩২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা করা হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধ৩৫ শতাংশ তরুণ দেশের নেতৃত্ব নিতে আগ্রহী: জরিপ
পরবর্তী নিবন্ধডেঙ্গু আক্রান্ত শিশুদের ৮৭ শতাংশই ডেন-২ ধরনে আক্রান্ত