জেট ফুয়েল-বাণিজ্যিক এলপিজির দাম বাড়ালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে জেট ফুয়েল ও বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলপিজির দাম বেড়েছে। জেট ফুয়েলের দাম বেড়েছে পাঁচ শতাংশ। আর ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ২০৯ রুপি। মূলত আন্তর্জাতিক বেঞ্চমার্কের সঙ্গে দামের সমন্বয় করা হয়েছে।

তেবে দেশটির বাসা-বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে। ভারতে ১৪ দশমিক ২ কেজির সিলিন্ডারের দাম ৯০৩ রুপি।

রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানির খুচরা বিক্রেতাদের তথ্য অনুযায়ী, জাতীয় রাজধানী অঞ্চলে এভিয়েশন টারবাইন ফুয়েলের দাম প্রতি কিলোলিটারে ৫ হাজার ৭৭৯ রুপি বা পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে।

এর আগে ১ সেপ্টেম্বর দাম বাড়ানো হয় ১৪ শতাংশের বেশি। তারও আগে ১ আগস্ট মূল্য বাড়ে ৮ শতাংশের বেশি। অর্থাৎ গত কয়েক মাস ধরেই দেশটিতে জেট ফুয়েলের দাম বাড়ছে। এয়ারলাইন্সের অপারেটিং কস্টের ৪০ শতাংই তেল কেন্দ্রিক। ফলে অনেক কোম্পানিই বেকায়দায় পড়বে বলে আশঙ্কা।

কোম্পানিগুলো বাণিজ্যিক এলপিজির দাম ২০৯ রুপি বাড়িয়েছে। হোটেল ও রেস্তোরাঁয় এই গ্যাস ব্যবহার করা হয়।

 

ভারতের রাজধানী দিল্লিতে এখন ১৯ কেজির একটি বাণিজ্যিক সিলিন্ডার কিনতে ব্যয় করতে হবে এক হাজার ৭৩১ রুপি। একই ওজনের একটি সিলিন্ডার কিনতে মুম্বাইতে খরচ করতে হবে এক হাজার ৬৮৪ রুপি।

সূত্র: এনডিটিভি

 

পূর্ববর্তী নিবন্ধমেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১০ অভিবাসী নিহত
পরবর্তী নিবন্ধনির্বাচনে অস্ত্রের ঝনঝনানি করতে দেবো না: ডিএমপি কমিশনার