নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার চ্যালেঞ্জ নেয়া হয়েছে: সিইসি

নিউজ ডেস্ক : জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজন করার চ্যালেঞ্জ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার (১ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে ইউএনওদের নির্বাচনী প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

সিইসি বলেন, ‘২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের বিতর্কের চাপ আমাদের ওপর এসে পড়েছে। তাই আমাদের দায়িত্ব বেশি। আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার চ্যালেঞ্জ গ্রহণ করেছে ইসি।’

আরও পড়ুন: নির্বাচন সংশ্লিষ্টরা বিতর্কিত আচরণ করলে ব্যবস্থা নিতে পারে ইসি: সিইসি

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আস্থার সংকটই নির্বাচনের আসল সংকট। সেটা যেনো তৈরি না হয়, সেজন্য দায়িত্ব পালনে সজাগ থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।’

পোলিং এজেন্টসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ভোটে জনগণের আস্থা অর্জন করতে ঠিক রাখতে হবে মাঠের পরিবেশ।

নির্বাচনী প্রশিক্ষণে এবার ১৪টি জেলা থেকে ৪টি ব্যাচে ৫০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৫০ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

পূর্ববর্তী নিবন্ধশেষ মুহূর্তের চুক্তিতে সরকার বাঁচলো যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধবিশ্ব প্রবীণ দিবস আজ