স্পোর্টস ডেস্ক : একদিরে জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিলো বার্সেলোনা। শনিবার রাতে রিয়াল বেটিসকে ৫-০ গোলে হারিয়েছিলো তারা। একদিন পরই ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগা টেবিলের শীর্ষে উঠলো রিয়াল মাদ্রিদ।
‘পারফেক্ট ফাইভ’ হলো রিয়াল মাদ্রিদের। অর্থ্যাৎ, মৌসুম শুরুর ৫ ম্যাচের সবগুলোই জিতলো তারা। টানা ৫ ম্যাচের জয়ে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়েই লা লিগার টেবিলে টপার কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। ১০ পয়েন্ট করে নিয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে অ্যাথলেটিক বিলবাও এবং জিরোনা।
ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের কাছে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়েছিলো রিয়াল। তবে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে লজ ব্লাঙ্কোজরা।
ম্যাচের ৫ম মিনিটেই লিড নিয়ে নেয় রিয়াল সোসিয়েদাদ। আন্দ্রে বারেন্তশিয়া দ্বিতীয় প্রচেষ্টায় বল জড়িয়ে দেন রিয়ালের জালে। প্রথমে রিয়ালের বদলি গোলরক্ষক কেপা আরিজাবালাগা ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে রক্ষা করেন দলকে। কিন্তু ফিরতি বলে বারেন্তশিয়া বলটিকে আবার জড়িয়ে দেন স্বাগতিকদের জালে।
একটি গোল করেই পুরোপুরি ডিফেন্সিভ হয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। রিয়াল মাদ্রিদের আক্রমণ আর পাল্টা আক্রমণের মুখে নিজেদের রক্ষণ অটুট রাখে তারা। যে কারণে প্রথমার্ধে আর কোনো গোলই করতে পারেনি লজ ব্লাঙ্কোজরা। তবে, দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পরিশোধ করে দেন রিয়াল ফুটবলার ফেডেরিকো ভালভার্দে। ৪৬তম মিনিটে গোলটি করেন তিনি।
এরপর ম্যাচের ৬৯ মিনিটের সময় রিয়ালের হয়ে দ্বিতীয় এবং জয়সূচক গোলটি করেন হোসেলু। ম্যাচের পর ভালভার্দে বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হলো, আমরা চেষ্টা করেছি। তারা অনেক সুযোগ পেয়েছিলো এবং প্রথম সুযোগটি থেকেই গোল করে ফেলেছিলো তারা। তবে আমরা চেষ্টা করে গেছি ম্যাচে ফেরার এবং দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই সুযোগটা পেয়ে যাই।