আইনের সংস্কারের বিকল্প নেই: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক:

মানুষের দুর্ভোগ দুর্গতি কমাতে হলে এবং বিচার বিভাগকে গতিশীল করতে হলে আইনের সংস্কারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে হাইকোর্টে নিজ চেম্বারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। এর আগে গতকাল মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আগামী ২৫ সেপ্টেম্বর বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর মেয়াদ শেষ হলে দেশের ২৪ তম প্রধান বিচারপতি হিসেবে তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিচারপতি ওবায়দুল হাসান।

নবনিযুক্ত প্রধান বিচারপতি মামলা জটকে বাংলাদেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সমস্যা বলে উল্লেখ করে বলেন মামলাজট কমানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সমস্যা সমাধানে সব বিচারককে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করারও আহ্বান জানান তিনি।

বিচার বিভাগের সঙ্গে রাজনীতির সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগকে রাজনীতিকরণের কোন সুযোগ নেই। বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, এটা ঠিক নয়। রাজনীতিবিদদের বলবো রাজনীতি করুন, তবে বিচারবিভাগকে জড়াবেন না, পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখুন।

বিচার অঙ্গণে রাজনীতি করার ক্ষেত্রে আইনজীবীদের সহনশীল হওয়ারও অনুরোধ জানান নবনিযুক্ত প্রধান বিচারপতি।

তিনি আরও বলেন, প্রতিটি সেক্টরে দুর্নীতি আছে। সমাজে দুর্নীতি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। বিচার বিভাগের দুর্নীতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করবো।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির আমলে দেশের অর্থনীতি মন্দার কবলে পড়েছিল: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধজামালপুরের মতো ডিসিদের নিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না