টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে জনতা ব‌্যাংক পিএলসির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

শোকাবহ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার ২৬ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

ব‌্যাংকের পরিচালক কে এম সামছুল আলম, মোহাম্মদ আসাদ উল্লাহ, জিয়াউদ্দিন আহমেদ ও মোঃ আব্দুল মজিদ, কোম্পানী সচিব এম এইচ এম জাহাঙ্গীর, ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের ইনচার্জ-ডিজিএম মোঃ মাহবুব হোসেনসহ ব‌্যাংকের নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জাতির পিতার সমাধিতে পুষ্পার্ঘ‌্য অর্পন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু চিকিৎসায় ব্যয় ৪০০ কোটি, রোগীপ্রতি ৫০ হাজার
পরবর্তী নিবন্ধএশিয়া কাপ খেলতে কলম্বোর উদ্দেশ্যে টাইগাররা, যাননি লিটন-তানজিম