টাইব্রেকারে সেভিয়াকে হারিয়ে ইউরো সুপার চ্যাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখালো ম্যানচেস্টার সিটি। সেভিয়া যেন পুরো ৯০টা মিনিট ম্যানসিটি ফুটবলারদের পেছন পেছন দৌড়ালো। দেখে মনে হচ্ছিলো, একদল খেলতে এসেছে, অন্য দল শিখতে এসেছে।

কিন্তু ফুটবল এমন একটি খেলা, যেখানে একদল পুরো মাঠজুড়ে খেলবে; কিন্তু অন্যদল গোল দিয়ে ম্যাচ জিতে নেবে। বুধবার রাতে উয়েফা সুপার কাপেও এমনটা হতে পারতো।

একচেটিয়া খেলেছে ম্যানসিটি। ৭৪ ভাগ বলের দখল ছিলো তাদের কাছে। সেভিয়ার মাত্র ২৬ ভাগ। সেভিয়ার গোলমুখে একের পর এক শট নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। সব মিলিয়ে ২৩টি। অন্যদিকে সেভিয়া শট নিয়েছে ৮টি। কিন্তু দুই দলই কাজে লাগাতে পেরেছে ১টি করে শট।

শেষ পর্যন্ত খেলা গড়ালো টাইব্রেকারে এবং ভাগ্যের খেলায় শেষ পর্যন্ত জয় পেলো ম্যানচেস্টার সিটিই। ৫-৪ ব্যবধানে স্প্যানিশ ক্লাব সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে নিলো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। সেভিয়ার শেষ শটটি বারে মেরে দিয়েই পরাজয় বরণ করে নেন নেমানজা গুদেলজ।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন এবং ইউরোপা লিগ চ্যাম্পিয়নের মধ্যে মৌসুমের শুরুতেই অনুষ্ঠিত হয় উয়েফা সুপার কাপ। এক ম্যাচের এই টুর্নামেন্টে শুধুমাত্র ফাইনালই অনুষ্ঠিত হয়। এবার গ্রিসের পিরাইউসের আত্তিকায় জর্জিওস কারাইসকাকিস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি থেকে আরও একটি শিরোপা জয় করেই ঘরে ফিরেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

ট্রেবল জয়ের পর তাদের মুকুটে যোগ হলো চতুর্থ শিরোপা। আর বাকি থাকলো কেবল ক্লাব বিশ্বকাপ ট্রফি। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা যেমন এবারই প্রথম জয় করেছে সিটিজেনরা, তেমনই প্রথম জয় করলো তারা উয়েফা সুপার কাপও। ২০১৬ সালে ম্যানসিটির দায়িত্ব নেয়ার পর থেকে এ নিয়ে ১৫তম শিরোপা জিতলেন কোচ পেপ গার্দিওলা।

টাইব্রেকারে ম্যানসিটির হয়ে পাঁচটি শট নেন আরলিং হালান্ড, হুলিয়ান আলভারেজ, মাতেও কোভাসিস, জ্যাক গ্রিলিশ এবং কাইল ওয়াকার। সেভিয়ার হয়ে প্রথম চার শটেই গোল করেন লুকাস ওকাম্পোস, রাফা মির, ইভান রাকিটিক, গঞ্জালো মন্টিয়েল। শেষ শটটি মিস করেন নেমানজা।

ম্যানসিটি আধিপত্য বিস্তার করে খেললেও ম্যাচের ২৫তম মিনিটেই সেভিয়াকে এগিয়ে দেন মরক্কান ফুটবলার ইউসুফ আন নেসিরি। দুর্দান্ত এক হেডে গোলটি করেন তিনি। ম্যাচের ৬৩তম মিনিটে গিয়ে গোলটি পরিশোধ করে ম্যানসিটি। ২১ বছর বছর বয়সী কোল পালমার দুর্দান্ত এক হেডে সেভিয়ার জালে বল জড়িয়ে দেন।

 

পূর্ববর্তী নিবন্ধফের এক হলেন রাজ-পরী!
পরবর্তী নিবন্ধআমি আরো বেশি নির্ভীক, লজ্জাহীন:পূজা ভাট