ঢাকা মেডিকেল হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি হোস্টেল থেকে জয়া কুন্ড (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পার্থ কুন্ড জানান, আমরা হলটিতে গিয়ে ওড়না দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত জয়া কুন্ড পঞ্চম বর্ষের ‘কে ৭৬’ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনা কীভাবে ঘটেছে আমি কিছুই জানি না। তার গ্রামের বাড়ি খুলনা সদর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধঅবসরের ঘোষণা দিলেন ওয়াহাব রিয়াজ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএইচবিএফসি’র শ্রদ্ধা