হালান্ডের জোড়া গোলে নতুন মৌসুমে উড়ন্ত সূচনা ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক : শুরু হয়ে গেলো রাত জেগে খেলা দেখার মৌসুম। জুনে শেষ হয়েছিলো গত মৌসুমের খেলা। মাঝে প্রায় দুই মাসের বিরতি। এবার শুরু হলো নতুন মৌসুমের ধুন্দুমার লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনেই মাঠে নামলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ ছিল বার্নলে।

উদ্বোধনী ম্যাচেই জোড়া গোল করে বসলেন আরলিং হালান্ড। বার্নলেকে পেয়ে নিজের গোলের অ্যাকাউন্ট খুলতে মোটেও সময় নিলেন না নরওয়েজিয়ান এই তারাক ফুটবলার। তার জোড়া গোলের ওপর ভর করে বার্নলেকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানসিটি।

গত মৌসুমেই রেকর্ড গড়েছিলেন আরলিং হালান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি করেছিলেন সর্বমোট ৩৬ গোল। সব ধরনের প্রতিযোগিতায় ম্যানসিটির জার্সি পরে তিনি করেছিলেন ৫২ গোল। সে সঙ্গে সিটির হয়ে জয় করেছেন ট্রেবল শিরোপা।

রেকর্ড গড়া এই ফুটবলার নতুন মৌসুমের প্রথম ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের পসরা সাজিয়ে বসেন। দুর্দান্ত এক গোলে তিনি এগিয়ে দেন ম্যানসিটিকে। এরপর ৩৬তম মিনিটে অসাধারণ এক ফিনিশিংয়ে ম্যাচে ম্যানসিটির কন্ট্রোল এনে দেন তিনি। সিটিজেনরা এগিয়ে যায় ২-০ গোলে।

ইনজুরিতে পড়ে প্রথমার্ধেই মাঠ থেকে ছিটকে পড়েন মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। পেপ গার্দিওলা জানিয়েছেন, ‘কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন ডি ব্রুইন।’ তবে ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি সিটির ফুটবলাররা। ৭৫তম মিনিটে তৃতীয় গোল করেন রদ্রি।

বার্নলের পরাজয় তো আগেই নির্ধারণ হয়ে গেছে। কিন্তু তাদের দুর্দশার ষোলোকলা পূর্ণ হলো ইনজুরি সময়ে। কাইল ওয়াকারকে বাজেভাবে ট্যাকল করতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন আনাস জারুরি।

ম্যাচ শেষে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আমরা দুর্দান্ত শুরু করেছিলাম এবং গোলও পেয়ে গিয়েছিলাম। তবে, মাঝে কিছুক্ষণ ভালোই সংগ্রাম করতে হয়েছে গোল বাঁচানোর জন্য। ফুটবলাররা বল হারাচ্ছিল। পাসগুলো নিখুঁত হচ্ছিল না, বরং সমস্যা তৈরি করছিলো। তবে কিছুক্ষণ পরই খেলায় নিয়ন্ত্রণ চলে আসে এবং অনেক ভালো ফুটবল খেলতে শুরু করি।’

 

পূর্ববর্তী নিবন্ধ‘প্রিয়তমা’ সিনেমাটি কয়েকবার দেখেছি: অপু বিশ্বাস
পরবর্তী নিবন্ধসাইবার হামলা রোধে ব্যাংকগুলোকে ১১ নির্দেশনা