বিশ্বকাপ দাবা থেকে বাংলাদেশের বিদায়

স্পোর্টস ডেস্ক : আজারবাইজানের বাকু শহরে চলতি ফিদে বিশ্বকাপ দাবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপ দাবায় অংশ নিয়েছিলেন বাংলাদেশের চার দাবাড়ু।

এর মধ্যে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম একটি করে ম্যাচ ড্র করতে পেরেছেন। বাকি দুই জন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস দুটি ম্যাচই হেরেছেন।

রোববার প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে বাংলাদেশের সবাই হেরেছিলেন। সোমবার প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব নকআউট পদ্ধতির খেলায় জার্মানীর সুপার গ্র্যান্ডমাস্টার কোলারস ডমিট্রিজের সাথে ড্র করেছেন। গ্র্যান্ডমাস্টার রাজীব প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে রুই-লোপেজ পদ্ধতিতে খেলে এই কৃতিত্ব দেখিয়েছেন।

নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার সককো মনিকার সাথে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ড্র করেছেন। নোশিন আঞ্জুম সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ডমাস্টার সককো মনিকার পেট্রোফ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪৩ চালে ড্র করেন।

আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ইতালির গ্র্যান্ডমাস্টার ভোকাতুরো দেনাইলর কাছে প্রথম রাউন্ডের দুটি ম্যাচেই হেরে বাদ পড়েছেন। ফাহাদ রহমান দ্বিতীয় ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ডমাস্টার ভোকাতুরো ডেইনয়েলর গুন্ড ফিল্ড ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ২২ চালের পর ভালো অবস্থান থেকেও সময় সংকটে ৩৩ চালে পজিশন নড়বড়ে করে ফেললে ৪০ চালে হেরে যান।

 

পূর্ববর্তী নিবন্ধ‘স্টোকস যদি আবার আমাকে মেসেজ দেয়, ডিলিট করে দেবো’
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর মহাসমাবেশ, মিছিল-স্লোগানে মুখরিত রংপুর নগরী