স্পোর্টস ডেস্ক : চোট কাটিয়ে অবশেষে জাতীয় দলে ফিরলেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। শুধু তাকে নির্বাচকরা দলে ফেরাননি, দিয়েছেন অধিনায়কত্বের দায়িত্ব। আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। তরুণদের নিয়ে গড়া দ্বিতীয় সারির স্কোয়াডটিকে নেতৃত্ব দেবেন বুমরাহ। ডাবলিনে আগস্টে এই তিন ম্যাচ অনুষ্ঠিত হবে।
গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন বুমরাহ। এরপর পিঠের ইনজুরির কারণে নিউ জিল্যান্ডে অস্ত্রোপচার করান তিনি। শেষ দুই মাস তাকে রাখা হয় বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে। যেখানে চলে তার পুনর্বাসন প্রক্রিয়া এবং মাঠে ফেরার লড়াই।
এর আগে বুমরাহ ইংল্যান্ডে জাতীয় দলকে একবার নেতৃত্ব দিয়েছিলেন। ধারনা করা হচ্ছিল এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দেওয়া রিতুরাজ গায়কোয়ার্ডকে আয়ারল্যান্ড সিরিজে অধিনায়ক করা হবে। কিন্তু বুমরাহ নিজ থেকে অধিনায়কত্বে আগ্রহী হওয়ায় তার কাঁধেই দায়িত্ব দেওয়া হয়েছে।
মূলত এশিয়া কাপের আগে দলের সিনিয়র ও মূল খেলোয়াড়দের বিশ্রামে রাখা হয়েছে। এশিয়ান গেমসে যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে বেশিরভাগই রয়েছেন আয়ারল্যান্ড সফরের দলে। আগামী ১৮ অগাস্ট শুরু হয়ে ২৩ অগাস্ট পর্যন্ত চলবে ভারত ও আয়ারল্যান্ডের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।
ভারত টি-টোয়েন্টি দল:
জাসপ্রিত বুমরাহ (অধিনায়ক), রিতুরাজ গায়কোয়ার্ড, যশস্বী জইসওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, সাঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মুকেশ কুমার ও আভেশ খান।