বিএনপির লক্ষ্য আরেকটি ওয়ান ইলেভেন তৈরি করা: আব্দুর রহমান

জেলা প্রতিনিধি:

নির্বাচনকে সামনে রেখে একের পর এক দফা দিয়ে, নির্বাচন না করেই ক্ষমতায় আসতে চায় বিএনপি। তাদের জ্বালাও-পোড়াও আন্দোলনের লক্ষ্য নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার রাস্তা তথা আরেকটি ওয়ান ইলেভেন তৈরি করা। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান।

তিনি বলেছেন, বিএনপির কথায় শেখ হাসিনা পদত্যাগ করবেন না, করতে পারেন না। নির্বাচন না করে ক্ষমতায় আসার কোন বিকল্প পথ নেই। যদি জনপ্রিয়তা থাকে তাহলে নির্বাচনে অংশ গ্রহণ করে দেখান। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধান অনুযায়ী দেশে আবার নির্বাচন হোক এটিই দেশবাসীর দাবি। অথচ বাংলাদেশের একটি রাজনৈতিক দল এই নির্বাচন ভণ্ডুল করার জন্য নানাবিধ ষড়যন্ত্র করতে উঠেপড়ে লেগেছে। একদিন আগে তারা ঢাকা শহরের প্রবেশ মুখে অবস্থান নিয়ে অন্ধকার যুগের মতো বাসে আগুন দিয়েছে, যানবাহন ভাঙচুর করেছে।

সোমবার (৩১ জুলাই) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের চৌরাস্তায় পুরানো বাসস্ট্যান্ডে উপজেলা ছাত্রলীগের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে এই দেশের বিদ্যুৎ গিলে খেয়েছিল। তারেক জিয়ার নেতৃত্বে হাওয়া ভবন তৈরি হয়েছিল। দেশের টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে মঙ্গা করেছিল।

তিনি বলেন, বিএনপি নির্বাচন হতে দেবে না, অথচ ক্ষমতায় আসতে চায়। তাদের লক্ষ্য নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার রাস্তা তথা আরেকটি ওয়ান ইলেভেন তৈরি করা। বাংলাদেশের কিছু জনবিচ্ছিন্ন ব্যক্তিকে দিয়ে অরাজনৈতিক সরকার গঠন করা।

আওয়ামী লীগ নেতা আরও বলেন, আগামীতে শেখ হাসিনাকে আপনারা ম্যান্ডেট দেন। আর আমি যদি আপনাদের সন্তান প্রধানমন্ত্রীর পাশে থাকতে পারি তাহলে ফরিদপুর-১ আসনের তিন উপজেলাকে উন্নয়নে ভরিয়ে দিবো ইনশাআল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধডেসটিনির নতুন চেয়ারম্যান অনুমোদন দিলেন হাইকোর্ট
পরবর্তী নিবন্ধজ্বালাও-পোড়াও আমরা সহ্য করব না: প্রধানমন্ত্রী