নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় মালেকাবানু স্কুলের সামনে ঈগল পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার (২৯ জুলাই) রাত সোয়া ১০টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটিতে কীভাবে আগুন লাগলো, সে বিষয়েও কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
রাত সোয়া ১১টায় এই তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, রাত ১০টা ১০ মিনিটে উত্তরা হাউজ বিল্ডিংয়ের মালেকাবানু স্কুলের সামনে রাখা এক বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর উত্তরা ফায়ার স্টেশন থেকে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে পৌঁছার ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে জানতে পারিনি। বাসটি রাস্তায় দাঁড়ানো অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহত নেই বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।