গয়েশ্বরের নির্দেশে পুলিশের ওপর হামলা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নির্দেশে বিএনপির লোকজন ধোলাইখালে পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিবি) উত্তরের যুগ্ম কমিশনার (সাইবার ও স্পেশাল ক্রাইম) খন্দকার নুরুন্নবী।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

খন্দকার নুরুন্নবী বলেন, বিএনপি বাবুবাজার ব্রিজের নিচে অবস্থান করে সমাবেশ করতে চেয়েছিল। তারা আমাদের কমিশনার স্যারের কাছ থেকে অনুমতি পাননি। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য আমরা সকাল থেকেই অবস্থানে ছিলাম। যাতে জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং যান চলাচল যেন বিঘ্ন না হয়।

তিনি বলেন, পরে তারা (বিএনপি) রাস্তা ব্লক করে। এসময় যানবাহন ও সাধারণ মানুষ চলতে পারছিল না। আমরা প্রথমে তাদের ওয়ার্নিং দেই রাস্তা ছাড়ার জন্য। কিন্তু তারা আমাদের কথা না শুনে অতর্কিতভাবে হামলা করে।

খন্দকার নুরুন্নবী বলেন, এ হামলায় আমাদের ১০-১৫ জন অফিসার ও ফোর্স আহত হয়। পরে আমরা তাদের রাস্তা থেকে তাদের সরাতে সক্ষম হই। সেখান থেকে আমরা ১২ জনকে আটক করি। তিনি (গয়েশ্বর) এ সমাবেশে লিড দিচ্ছিলেন। তার নির্দেশেই বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালায়। পরে তাকে আমরা হেফাজতে নিয়েছিলাম।

এর আগে শনিবার (২৯ জুলাই) বিকেলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বিএনপির নেতাকর্মীরা যখন পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করছিল তখন ধাওয়া খেয়ে রাস্তায় পড়ে যান বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। পরে তাকে সেভ করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

মোহাম্মদ হারুন আরও বলেন, ‘আমরা আগে থেকে আঁচ করেছিলাম যে, তারা কোনো একসময় অরাজকতা সৃষ্টি করবে। তারা প্রতিবারই প্রোগ্রাম করার আগে অনুমতি গ্রহণ করে। তাদের অনুমতি দেওয়াও হয়। এরপর নৈরাজ্য চালায়। আজ ঢাকার চারপাশ বন্ধ করে তারা যে বসে পড়ার কর্মসূচি নিয়েছিল, তার কোনো অনুমতি নেই বলে মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন ডিএমপি কমিশনার।’

‘তারা অনুমতি না পেয়েও পুলিশের গায়ে আঘাত করেছে, আমাদের গাড়ি ভাঙচুর করেছে, গাড়িতে আগুন দিয়েছে। অবশ্য আমাদের কাছে আগে থেকে এমন একটা গোয়েন্দা তথ্য ছিল। সে কারণে আমরাও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করে রেখেছিলাম। এর মধ্যেও তারা ইটপাটকেল ছুড়ে পুলিশকে আহত করেছে’, যোগ করেন ডিবি প্রধান।

তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে আমরা গয়েশ্বর চন্দ্র রায়কে সেফ করার জন্য ডিবিতে নিয়ে আসি। তিনি নেতাকর্মীদের হামলার মধ্যে পড়েছিলেন। নেতাকর্মীরা ঢিল মারছিল। আমরা তাকে সেফ করে নিয়ে আসার পর এখন আবার আমাদের গাড়িতেই বাসায় পৌঁছে দিচ্ছি। তারা আজ ন্যক্কারজনক কাজ ঘটিয়েছেন।

হারুন অর রশীদ বলেন, আমরা যখন শুনলাম সমাবেশ ঘোষণা করেছে, তখন থেকে আমাদের ডিএমপি কমিশনারের কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তি সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল। বিএনপি অনুমতি চায়নি। তাই, ঢাকার চারপাশের যান চলাচল স্বাভাবিক রাখার জন্য ডিএমপি কমিশনার ১৪৪ ধারা জারি করেছিলেন। তারপরও তারা রাস্তায় বসার নামে পুলিশের গায়ে আঘাত করেছে। আমাদের গাড়ি ভাঙচুর করেছে, আগুন দিয়েছে।

তিনি আরও বলেন, তারা (বিএনপি) আজকে ন্যক্কারজনক কাজ ঘটিয়েছে। ১৪৪ ধারা বলার পরও তা ভঙ্গ করে তারা এই অরাজকত চালিয়েছে। এসব ঘটনায় মামলা হবে। যারা পরিকল্পিতভাবে ঘটনাগুলো ঘটিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

এর আগে, গয়েশ্বরকে হেফাজতে নেওয়ার তথ্য নিশ্চিত করেন লালবাগ বিভাগের ডিসি জাফর হোসেন। শনিবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, এখানে সমাবেশ করার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। মহানগরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সকাল থেকে তৎপর আছি। তারা বিভিন্ন গলিতে এসে জড়ো হয়ে তৎপরতা শুরু করে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি আবারও অগ্নিসন্ত্রাসে ফিরে যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধসোমবার সারাদেশে বিএনপির জনসমাবেশ