বিশ্বকাপের প্রাথমিক বাছাইয়ে মালদ্বীপকে পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রাথমিক বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়ে গেল মালয়েশিয়ার কুয়ালালামপুরে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের হেড অফিসে অনুষ্ঠিত এই ড্র অনুষ্ঠান শেষে দেখা যাচ্ছে, বিশ্বকাপ প্রাথমিক বাছাইয়ে সাফের দেশ মালদ্বীপকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ও মালদ্বীপ। আগামী ১২ এবং ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এখান থেকে বিজয়ী দল চলে যাবে এএফসির সরাসরি বিশ্বকাপ বাছাই পর্বে।

ভারতে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারিয়েই সেমিফাইনালে খেলার সম্ভাবনা জোরালো করে বাংলাদেশ দলের ফুটবলাররা। এরপর ভুটানকে হারিয়ে উঠে যায় সেমিফাইনালে।

এবার সেই মালদ্বীপকে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেলো বিশ্বকাপ বাছাই পর্বে। হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা কি পারবেন এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটিকে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত বাচাই পর্বে খেলতে?

 

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাচ্ছেন ২৮ কর্মকর্তা ও ২ দপ্তর
পরবর্তী নিবন্ধশেষ টেস্টেও বোলিং করবেন না বেন স্টোকস