স্পোর্টস ডেস্ক
ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে যেতে পারবে তো বাংলাদেশ? সেমিফাইনালের লাইনআপ নির্ধারণ হওয়ার পরই এ প্রশ্ন বড় হয়ে দেখা দেয় বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মনে।
অবশেষে সেই কাঙ্ক্ষিত লড়াই শুরু হলো আজ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। কাঙ্ক্ষিত এই লড়াইয়ের শুরুতেই টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। টস জিতেই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তিনি। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারত অধিনায়ক যশ ধুলকে।
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, সাইফ হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, আকবর আলী, মাহেদি হাসান, রাকিবুল হাসান, রিপন মন্ডল, তানজিম হাসান সাকিব
ভারতীয় একাদশ
সাই সুদর্শন, অভিষেক শর্মা, নিকিন জোসে, যশ ধুল (অধিনায়ক), রায়ান পারাগ, নিশান্ত সিন্দু, ধ্রুব জুরেল, মানাব সাথার, যুবরাজ সিং ধোবিয়া, হার্সিত রানা, রাজবর্ধন হাঙ্গারগেকার।