ওয়ানডের ইতিহাসে প্রথমবার ভারতকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :এশিয়ার জায়ান্ট ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে চোখে চোখ রেখে লড়াই করেও সিরিজ হারের আক্ষেপে পুড়তে হয়েছে বাংলাদেশকে। তবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শুরুতেই দারুণ জয়ে এগিয়ে গেল বাংলাদেশ। সেই সঙ্গে প্রথমবারের মত ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে জয় পেল স্বাগতিক দলের মেয়েরা। মিরপুরের মাঠে বাংলাদেশের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছেন স্মৃতি-হারমানপ্রীতরা।

রোববার মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করে ১৫২ রানের ছোটখাটো সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের ব্যাটাররা। অধিনায়ক নিগার সুলতানার ৩৯ রানের সাথে ফারজানার ২৭ রানের সুবাদে দেড়শ পার হয় বাংলাদেশের ইনিংস। জবাবে মারুফা আক্তারের ৪ উইকেট এবং রাবেয়া খানের ৩ উইকেটের সুবাদে ভারতের ইনিংস থামে ১১৩ রানে

 

পূর্ববর্তী নিবন্ধগুরবাজের পর জাজাইও তাসকিনের শিকার
পরবর্তী নিবন্ধরূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন নোমান মিয়া