নিজস্ব প্রতিবেদক
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ৬২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সাতজনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসের প্রথম ১৫ দিনেই ৫৩ জনের মৃত্যু হয়েছে। জুলাই মাসের শেষ সাতদিনে ডেঙ্গুতে ৩৩ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৫৪ জন। এর মধ্যে ঢাকার ভেতরে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ২৩৮ জন। ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন এক হাজার ৭০৯ জন।
শনিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু হয়েছে।তবে, চলতি জুলাই মাসে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু। চলতি মাসের প্রথম ১৫ দিনেই ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জুলাই তিনজন, ২ জুলাই দুজন, ৩ জুলাই চারজন, ৪ জুলাই পাঁচজন, ৫ জুলাই একজন, ৬ জুলাই দুজন, ৭ জুলাই একজন, ৮ জুলাই দুজন, ৯ জুলাই ছয়জন, ১০ জুলাই তিনজন, ১১ জুলাই সাতজন, ১২ জুলাই পাঁচজন, ১৩ জুলাই পাঁচজন ও ১৫ জুলাই সাতজন। এর মধ্যে শুধু ১৪ জুলাই কেউ মারা যায়নি।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৫৪ জন। তাদের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন চার হাজার ৯৪৭ জন। এর মধ্যে ঢাকার ভেতরে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ২৩৮ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন এক হাজার ৭০৯ জন।