বগুড়ায় ২ ট্রাকের সংঘর্ষে নিহত ৪

জেলা প্রতিনিধি:

বগুড়ার আদমদিঘী উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের মুরইল বাসট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মুরইল বাজারে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে চারজন মারা যান।

চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনি বলেন, ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে দুজন মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধভাতা বৃদ্ধির দাবিতে চিকিৎসকদের আন্দোলন, উত্তাল ঢামেক
পরবর্তী নিবন্ধসৌ‌দিতে আগুনে পুড়ে ৭ বাংলাদেশির মৃত্যু