এবার নোয়াখালীতে প্রেমের টানে ছুটে এলেন পেরুর তরুণী

জেলা প্রতিনিধি:

ছয় বছরের প্রেমের পর নোয়াখালীর আরমানকে বিয়ে করতে ছুটে এলেন ল্যাটিন আমেরিকার দেশ পেরুর তরুণী আনা কেলি কারাঞ্জা সাওসিডো (৩৩)। আরমান হোসেন পুলিশের কনস্টেবল পদে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত।

দুজন বিয়ের পর বৃহস্পতিবার (৬ জুলাই) কারাঞ্জা সাওসিডোরকে নিয়ে গ্রামের বাড়ি চাটখিল উপজেলার ঘাটলাবাগ এলাকায় পৌঁছলে শোরগোল পড়ে যায়। নব দম্পতিকে দেখতে বাড়িতে ভিড় জমায় আত্মীয়-স্বজন ও এলাকাবাসীরা। আরমান ওই গ্রামের নুর আলমের ছেলে।

আরমান হোসেন বলেন, ২ জুলাই কারাঞ্জা সাওসিডোকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিসিভ করি। ওইদিন পরিবারের সম্মতিতে তাকে বিয়ে করি। পরে কয়েকদিন ঢাকায় অবস্থানের পর বৃহস্পতিবার গ্রামের বাড়িতে আসি। বিদেশি পুত্রবধূ পেয়ে আমার পরিবারও বেশ খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

আরমান আরও বলেন, ২০১৭ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে কারাঞ্জা সাওসিডোর সঙ্গে আমার পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব এবং তা একসময় ভালোবাসার সম্পর্কে রূপ নেয়। ছয় বছরের ভালোবাসাকে আমরা স্মৃতি করে রাখতে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছি। এতে দুদেশের বন্ধন আরও দৃঢ় হবে বলে মনে করি।

আরমানের বাবা নুর আলম বলেন, আমরা স্বপ্নেও ভাবিনি বিদেশি তরুণী আমাদের ছেলেকে বিয়ে করবে। আমরা বেশ খুশি। আশা করি তাদের দাম্পত্য সুখের হবে। আমরা পুত্রবধূকে বাংলা ভাষা শেখানোর চেষ্টা করছি। ভাষা শিখতে পারলে সে সবার সঙ্গে আরও মানিয়ে নিতে পারবে।

বাংলা বলতে না পারা কারাঞ্জা সাওসিডোর ইংরেজিতে বলেন, ‘আমি নিজ ইচ্ছায় আমাদের ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতেই আরমানের কাছে ছুটে এসেছি। আমরা যেন সুখী হতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই। আমার পরিবারও এতে বেশ আনন্দিত।’

এরআগে ২৫ জুন প্রেমের টানে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার কবির হোসেনের ছেলে ফরহাদ হোসেনের (২৬) টানে সুদূর মালয়েশিয়া থেকে ছুটে এসেছেন স্মৃতি আয়েশা বিন রামাসামি (২২)। তারাও বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করেছেন।

পূর্ববর্তী নিবন্ধভারতে নির্বাচন: সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে শনিবার
পরবর্তী নিবন্ধআগামী বছরেও সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী