দুপুর ১২টায় তামিমের জরুরি সংবাদ সম্মেলন

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে তামিমের ব্যাট থেকে ১৩ রানের বেশি আসেনি।  মাঠের খেলার চেয়েও আলোচিত ইস্যু হয়ে দাঁড়ায় তামিমের ফিটনেস ইস্যু। খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ক্ষিপ্ত হন। সভাপতি জানিয়েছেন, তামিমকেই পরিষ্কার করতে হবে সে কি বলতে চায়।

এখন যেন সেই পথেই হাঁটছেন ওয়ানডে অধিনায়ক। নিজের অবস্থান পরিষ্কার করবেন নিজেই। প্রথম ওয়ানডে শেষে মধ্যরাতে যখন সংবাদকর্মীরা হোটেলে ফেরে, তখনি তামিমের বার্তা। দুপুর ১২টায় তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন। এরপর মেলতে থাকে গুঞ্জণের ডাল-পালা। কেউ বলছেন নেতৃত্ব ছাড়ছেন, কেউ বলছেন আরও বড় কিছু। কিন্তু কী, সেটি বোঝা যাবে কয়েক ঘণ্টার ব্যবধানে তামিমের কণ্ঠেই।

তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিসিবির এক পরিচালক রাইজিংবিডিকে জানিয়েছেন শতভাগ ফিট না এমন ঘোষণায় নাখোখ বিসিবির নীতি নির্ধারণী মহল। ‘আমাদের মাথায় আসেনি তামিম এভাবে কেন বলেছে। এটাতো একটা ব্যাড এক্সাম্পল হয়ে গেলো। সে অন্যভাবেও এটা উতরাতে পারতো। তবে বিশ্বকাপ পর্যন্ত সে আমাদের অধিনায়ক, এখন পর্যন্ত বিসিবি বিকল্প কিছু ভাবেনি।’

 

পূর্ববর্তী নিবন্ধআইসল্যান্ডে ১ দিনে ২২০০ বার ভূমিকম্প
পরবর্তী নিবন্ধবাংলাদেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে