যুক্তরাষ্ট্র স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না

আন্তর্জাতিক ডেস্ক

যেসব বিষয় ও ক্ষেত্রসমূহে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে সেসব ক্ষেত্রে যুক্ত হতে ও পদক্ষেপ নিতে দ্বিধা করবে না দেশটি। বুধবার (২১ জুন) নিয়মিত ব্রিফিংকালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

তিনি বলেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক এলাকা বজায় রাখতে ভারতীয় অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্র সহযোগিতারভিত্তিতে কাজ করে। আমরা যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকবিলা করছি। বিশ্ব ও ইন্দোপ্যাসিফিক অঞ্চলের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আমরা ভারতীয় অংশীদারদের সঙ্গে কাজ করছি। এর মধ্যে দক্ষিণ এশিয়াও অন্তর্ভুক্ত রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রয়েছেন। তার যুক্তরাষ্ট্র সফরের আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের বৈঠক হয়েছে। সেই বৈঠকে অজিত দোভাল বলেছেন, প্রতিবেশীদের ব্যাপারে অন্য দেশের এমন কোনো উদ্যোগ নেওয়া উচিত হবে না, যা তাদের জাতীয় স্বার্থে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাছাড়া শীর্ষস্থানীয় ভারতীয় দৈনিক তাকে উদ্ধৃত করে বলেছে, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে ভারসাম্য ও স্থিতিশীলতা বিঘ্নিত করে, এমন কিছু করা যুক্তরাষ্ট্রের উচিত নয়। প্রেস ব্রিফিংয়ে এসব প্রশ্ন করা হলে জবাবে প্যাটেল এই মন্তব্য করেন।

অন্য এক প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, ২১ শতকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর মধ্যে মার্কিন-ভারত অংশীদারত্ব অনত্যম। ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে। গত কয়েক বছর ধরে সম্পর্ক জোরদারের পর দুই দেশের মধ্যে অংশীদ্বারত্ব অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে।

তিনি বলেন, একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক বজায় রাখার জন্য আমার সহযোগিতারভিত্তিতে কাজ করছি। আমরা যৌথভাবে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা করি। আমরা অন্যান্য সমমনা অংশীদারদের সঙ্গেও কাজ করছি। আমাদের দেশগুলো একটি উন্মুক্ত, সমৃদ্ধ, নিরাপদ, স্থিতিশীল ও স্থিতিস্থাপক বিশ্বের ভবিষ্যত গঠনে কাজ করবে।

 

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন তাজ উদ্দীন আহম্মদ
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বিশ্বস্ত সঙ্গী হওয়ার প্রতিশ্রুতি চীনের