দেশের বাইরে সাকিব

স্পোর্টস ডেস্ক : ডান হাতের আঙ্গুলের ফ্র্যাকচার ভাল না হওয়ায় আফগানিস্তানের সাথে ঢাকা টেস্ট খেলতে পারেননি। তারপরও টেস্ট শুরুর আগেই চলে এসেছিলেন দেশে।

কদিন থেকে রানিং, জিম আর বোলিং প্র্যাকটিসও করেছেন। মনে হচ্ছিল, আজ বৃহস্পতিবার থেকে শেরে বাংলায় যে তিনদিনের অনুশীলন শুরু হবে, তাতে থাকবেন সাকিব আল হাসান।

কিন্তু শেখ খবর, বাংলাদেশের চালিকাশক্তি সাকিবকে দেখা যাবেন না ঈদের আগের ৩ দিনের অনুশীলনে। খোঁজ নিয়ে জানা গেছে, সাকিব দেশেই নেই। আবার চলে গেছেন বিদেশে।

সাকিব দেশে নেই। কবে গেলেন? তা নিয়েও আছে ধুম্রজাল। একপক্ষ বলছে ১৯ জুন শেরে বাংলায় প্র্যাকটিস করার পর মধ্যরাতের ফ্লাইটে নিরবে দেশ ছেড়েছেন সাকিব। আবার কেউ কেউ বলছেন, ২০ জুন দেশ ছেড়েছেন চ্যাম্পিয়ন অলরাউন্ডার।

বিজ্ঞাপন

তবে যেদিনই যান না কেন, আসল খবর হলো সাকিব দেশের বাইরে এবং বিসিবি প্রটোকল ম্যানেজার ও সাকিবের খুব কাছে মানুষ ওয়াসিম খান জাগো নিউজকে জানিয়েছেন, সাকিব ১৯ জুন মধ্যরাতেই দেশ ছেড়েছেন।

এদিকে আজ বুধবার সকালে নিজের ফেসকবু পেইজে সাকিব ছবি দিয়েছেন। সেখানে বিমান বাংলাদেশের লোগোযুক্ত একটি কফি কাপের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, টরন্টো (কানাডার সবচেয়ে বড় শহর)। জানা গেছে, সাকিব একবারে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে ঈদ করে দেশে ফিরবেন। ১ জুলাই রাতে চট্টগ্রামে টিম বাংলাদেশের সাথে মিলিত হবেন।

সাকিব ইস্যুতে সর্বশেষ খবর, বিসিবি প্রটোকল ম্যানেজার ও সাকিব আল হাসানের খুব ঘনিষ্টজন ওয়াসিম খান বুধবার দুপুরে জাগো নিউজকে জানান, ‘সাকিব এবার স্ত্রী ও সন্তানসহ দেশেই ঈদ করবেন। তাই আগামী ২৬ জুন কানাডা থেকে স্ব-পরিবারে ফেরত আসবেন।’

তার মানে বাবা মা ও স্ত্রী-সন্তানসহ মাগুরায় ঈদ করে ১ জুলাই আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে চট্টগ্রামে দলের সাথে মিলিত হবেন এবং তখনই অনুশীলন করবেন।

পূর্ববর্তী নিবন্ধসৌদি পৌঁছেছেন ১ লাখ ৭ হাজার ১০২ হজযাত্রী
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু