ইমার্জিং এশিয়া কাপের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আগামী জুলাইয়ে মাঠে গড়াতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপের এবারের আসর। ১৪ জুলাই থেকে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের প্রথম দিনেই মাঠে নামবে সাইফ হাসান-সৌম্য সরকাররা। আর উদ্বোধনী ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই, এছাড়া ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জুলাই।

আসন্ন এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। যেখানে চারটি করে ভাগ করে দুটি গ্রুপ হয়ে খেলবে দলগুলো। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। সেখান থেকে জয়ী দুটি দল মুখোমুখি হবে ফাইনালে। বাংলাদেশ আছে গ্রুপ ‘এ’ তে, যেখানে টাইদারদের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’, ওমান ও আফগানিস্তান ‘এ’ দল।

বাংলাদেশ ইমার্জিং দল:

সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হাসান ইমন, নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সৌম্য সরকার, শেখ মাহেদী, আকবর আলী, রাকিবুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, মুশফিক হাসান।

পূর্ববর্তী নিবন্ধডিভোর্সের পর পার্টি দিলেন রাখি সাওয়ান্ত
পরবর্তী নিবন্ধঈদের পর সম্পর্কের বিষয়ে জানাবেন রাফি-তমা