মানুষ আমাকে মাতাল বলে ডাকতেন: পূজা ভাট

বিনোদন ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী পূজা ভাট। একাধারে তিনি পরিচালক-প্রযোজকও। বাবা মহেশ ভাটের হাত ধরে বলিউডে পা রাখেন পূজা। কিন্তু ব্যক্তিগত কারণে বহুবার বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। তার মধ্যে অন্যতম ছিল মদ্যপান।

পূজা ভাটের বর্তমান বয়স ৫১ বছর। দীর্ঘ দিন মদ্যপানে আসক্ত ছিলেন তিনি। তার বয়স যখন ৪৪ তখন মদ্যপান ত্যাগ করেন। তবে সেই জার্নিটা মোটেও সহজ ছিল না। বিগ বস ওটিটি সিজন টুয়ে হাজির হয়ে এ বিষয়ে খোলামেলা কথা বলেন পূজা।

মদ্যপানে আসক্তি হওয়ার কথা স্বীকার করে পূজা ভাট বলেন, ‘আমার মদ্যপানে আসক্তি ছিল। আর আমি এটি স্বীকার করছি এবং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই।’

নারী-পুরুষের স্বাধীনতার বৈষম্য উল্লেখ করে পূজা ভাট বলেন, ‘সমাজ পুরুষদের লাইসেন্স দিয়েছে। যার জন্য তারা মদ্যপানে আসক্ত হওয়া এবং মদ্যপানের আসক্তি থেকে ফিরে আসার গল্প খোলামেলা বলতে পারেন। কিন্তু নারীরা প্রকাশ্যে মদ পান করতে পারে না এবং তারা ফিরে আসার গল্পটাও প্রকাশ্যে বলতে পারে না। আমি প্রকাশ্যে মদ পানে অভ্যস্ত ছিলাম। সুতরাং আমি যখন এখান থেকে ফিরে আসার চিন্তা করি, তখন অনুধাবন করি আমি কেন ফিরে আসার গল্পটা চার দেয়ালে বন্দি রাখব?’

‘মানুষ আমাকে মাতাল বলে ডাকতেন। তারপর আমি বলেছিলাম, আমি সুস্থ মাতাল।’ বলেন পূজা।

 

পূর্ববর্তী নিবন্ধভাগ্য পরীক্ষায় ক্রোয়েশিয়ার স্বপ্নভঙ্গ, স্পেন চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধনেদারল্যান্ডসকে হারিয়ে সান্ত্বনা পুরস্কার পেল ইতালি