স্পোর্টস ডেস্ক : মর্যাদার অ্যাশেজ সিরিজ শুরু হতে বাকি মাত্র ১০ দিন। তার আগে ইংল্যান্ডকে শুনতে হলো দুঃসংবাদ। তাদের সেরা স্পিনার জ্যাক লিচ খেলবে পারবেন না অ্যাশেজ সিরিজে। তিনি পিঠের নিচের দিকের ইনজুরিতে পড়েছেন। সেখানে চিড় ধরা পড়েছে। তার পরিবর্তে দলে কাকে নেওয়া হবে সেটা শিগগিরই ঘোষণা করবে ইংল্যান্ড।
বেন স্টোকসের অধিনায়কত্বে দারুণ খেলেছেন লিচ। স্টোকস দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ড দলের আর কেউ তার চেয়ে বেশি ওভার বল করেননি। ২০০ ওভারের উপরে বল করেছেন তিনি। তাকে না পাওয়াটা ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা।
ধারনা করা হচ্ছে লিচের পরিবর্তে অ্যাশেজ দলে ডাক পেতে পারেন ১৮ বছর বয়সী রেহান আহমেদ।
আগামী ১৬ জুন বিরমিংহামে শুরু হবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৮ জুন লর্ডসে দ্বিতীয়, ৬ জুলাই হেডেংলিতে তৃতীয়, ১৯ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ ও ১৭ জুলাই কিয়া ওভালে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।