হিলি দিয়ে ১৬ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি

উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১৬ হাজার টন পেঁয়াজ আমদানি অনুমতি পেয়েছে সাত আমদানিকারক। সোমবার (৫ জুন) দুপুরে স্থলবন্দরের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হিলি থেকে বেশ কয়েকজন ব্যবসায়ী পেঁয়াজ আমদানির জন্য কৃষিমন্ত্রণালয়ের খামার বাড়িতে আবেদন করেন। এরমধ্যে এখন পর্যন্ত সাত ব্যবসায়ী ১৮ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। এখন পেঁয়াজ আমদানির করতে কোনো বাধা নেই।

এদিকে ভারতীয় ট্রাকচালকদের আন্দোলনের বিষয়ে উভয় দেশের ব্যবসায়ী নেতারা হিলি সীমান্তের শুণ্যরেখার বৈঠকে বসেছেন।

 

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরব পৌঁছেছেন ৫৩৫৯৯ হজযাত্রী, চারজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধনোয়াখালীতে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত