সোনালী ব্যাংকে তদন্ত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক:

সোনালী ব্যাংক লিমিটেডের আয়োজনে ব্যাংকের তদন্তকারী কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী তদন্ত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ২৩ মে, মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের আইটি ল্যাবে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।

এসময় ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য এ.বি.এম রূহুল আজাদ, মোল্লা আবদুল ওয়াদুদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মো. ওয়াহিদুল ইসলাম, আইন পরামর্শক মো. বারেকুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন ডিভিশন ও নিয়ন্ত্রণকারী কার্যালয়ের ২০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধরাজশাহীতে পদযাত্রার অনুমতি মেলেনি বিএনপির, কঠোর অবস্থানে পুলিশ
পরবর্তী নিবন্ধএআইবিএল’র ৩ মাসব্যাপী ‘সার্টিফাইড এএমএল এন্ড সিএফটি প্রফেশনাল’ শীর্ষক ট্রেনিং কোর্স অনুষ্ঠিত