মুকসুদপুরে সালিনাবক্সা মাদ্রাসায় ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত

মুকসুদপুর প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বানচন স্থগিত করা হয়েছে। ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থীদের ফরম না দিয়ে গোপনে সিলেকশনের মাধ্যমে সভাপতি নির্বাচিত করার পায়তারা করায় এই নির্বাচন স্থগিত করেছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু।

বৃহস্পতিবার (১৮ মে ) বিকাল চারটার সময় তিনি এই ঘোষনা দেন। নির্বাচনে সভাপতি প্রার্থী মো: ইলিয়াছ জানান, ১৮ তারিখে প্রার্থীদের মাঝে ফরম বিতরণ করার কথা ছিলো। কিন্তু মাদ্রাসার সুপার মো: সুলতান আহম্মেদ আগেরদিন সভাপতিসহ সকল প্রার্থী সিলেকশন করেছেন। আমরা সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত তার জন্য মাদ্রাসায় অপেক্ষা করি।

তিনি মাদ্রাসায় না এসে তার ব্যবহুত মোবাইল ফোনটি বন্ধ করে রেখেছেন। তাই আমরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাচন স্থগিত চেয়ে দরখাস্থ করেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্যা জানান, নির্বাচনের তফশিল ঘোষনা করা হয়েছে ১০ তারিখে, ফরম বিতরণরে তারিখ ছিলো ১৮ মে, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো জুন মাসের ৪ তারিখে।

কিন্তু মাদ্রাসার সুপার প্রার্থী সিলেকশন করে ফরম বিতরণ করেননি। তার বিরুদ্ধে অভিযোগ হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু জানান, মাদ্রাসার সুপার নির্বাচনে অনিয়ম করেছেন। এ বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরে নির্বাচন স্থগিত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগুলিস্তানের ‘রোজ মেরিনার্স ভবন’ ঝুঁকিপূর্ণ ঘোষণা
পরবর্তী নিবন্ধঅস্থাবর সম্পত্তির বিপরীতে ঋণ নেওয়া যাবে