বিনোদন ডেস্ক : ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ভক্তদের উন্মাদনা শুরু হয়ে গেছে ইতোমধ্যে। আগামী ১৯ মে মহাসমারোহে মুক্তি পেতে যাচ্ছে ফ্রাঞ্চাইজির দশম ছবি ‘ফাস্ট এক্স’। ট্রেলার প্রকাশের পর থেকে রীতিমত হৈ চৈ পড়ে গেছে বিশ্বজুড়ে। যার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও।
শুক্রবার (১৯ মে) থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখানো হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে হবে ফাস্ট এক্স এর প্রিমিয়ার শো।
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির আগের সবগুলো ছবিই দর্শক মাতিয়েছে। পুরা ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটি। এবারের ছবির পরিচালক ‘ক্ল্যাশ অফ দ্য টাইটানস’ এবং ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’ খ্যাত নির্মাতা লুই লেটারিয়ার।
অভিনয়শিল্পীদের মধ্যে আগের পর্বগুলোর মত এ ছবিতেও থাকছেন মিশেল রদ্রিগেজ, টাইরেস গিবসন, ক্রিস লুডাক্রিস ব্রিজস, নাথালি এমমানুয়েল, জর্দানা ব্রুস্টার, সুং ক্যাং, জেসন স্ট্যাথাম, জন সিনা স্কট ইস্টউড, অস্কার বিজয়ী হেলেন মিরেন এবং চার্লিজ থেরন। আগের চরিত্রগুলোকে ফিরিয়ে আনার মাধ্যমে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ অধ্যায়টি বন্ধ করাকে আরো বেশী আকর্ষণীয় করার চেষ্টা করছেন নির্মাতারা।
‘ফাস্ট এক্স’ সিনেমায় এই ফ্র্যাঞ্চাইজির ফিরে আসা অভিনেতাদের মধ্যে রয়েছে হেলেন মিরেন, জন সিনা, চার্লিজ থেরন এবং জেসন স্ট্যাথাম। পুরনো এই তারকাদের সাথে ‘ফাস্ট এক্স’ সিনেমায় যোগ দিচ্ছেন নবাগত জেসন মোমোয়া এবং ব্রি লারসেন।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির এখন পর্যন্ত নয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এই নয়টি পর্বে সিরিজের অনেকগুলো চরিত্র বিভিন্ন ঘটনায় হারিয়ে গিয়েছিলো। দশম পর্বের মাধ্যমে সেই চরিত্রগুলোকে আবারো ফিরিয়ে আনছেন এর নির্মাতারা।