এবারের লিগ জেতাটা একটু কঠিন ছিল: মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক : এবারের লিগের শুরু থেকেই আবাহনী আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যে হাড্ডহাড্ডি লড়াই হয়েছে। এককথায় প্রায় পুরো লিগেই শিরোপা লড়াই এই দুই দলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। শেষ পর্যন্ত অঘোষিত ফাইনালটিও হলো আবাহনী আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যে।

ওঠা নামার পালা শেষে চ্যাম্পিয়ন হলো মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী। কেমন ছিল আকাশি-হলুদদদের এবারের লিগ ভ্রমণ?

অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত মনে করেন, অন্য বারের চেয়ে এবারের লিগটা একটু কঠিন ছিল। এবং তার দলই যে চ্যাম্পিয়ন হবে, তা বোঝা যায়নি।

অনানুষ্ঠানিক ফাইনালে তাদের প্রতিপক্ষ শেখ জামালের প্রশংসা করে আবাহনী অধিনায়ক বলেন, ‘শেখ জামাল শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই ছিল। তারা দুর্দান্ত লড়াই করেছে, তারাও ডিজার্ভ করতো এবং শেষ পর্যন্ত আমরা ভালো খেলেছি, আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’

শনিবারের লড়াইয়ে অনেক চাপ ছিল, একথা জানিয়ে আবাহনী অধিনায়ক বলেন, ‘গ্রুপ পর্বে হারলেও রিকভার করা যায়। কিন্তু এটা তো মাস্ট উইন ম্যাচ। হারলে রানার্সাআপ, জিতলে চ্যাম্পিয়ন। তাই চাপ তো একটু ছিল, তবে পুরো দল মিলে এ চাপটা কমিয়ে দিয়েছে।’

 

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের সব হোটেল-মোটেল-রিসোর্ট আশ্রয়কেন্দ্র ঘোষণা
পরবর্তী নিবন্ধমোখা মোকাবিলায় সব প্রস্তুতি নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী