মুকসুদপুরে একযোগে ১৯ টি বিটে পুলিশিং সভা অনুষ্ঠিত

মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশের আয়োজনে একযোগে ১৯ টি বিট পুলিশিং কার্যালয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মে) বিকাল থেকে রাত পর্যন্ত মুকসুদপুর পৌরসভাসহ ১৬ ইউনিয়নের ১৯ টি বিট পুলিশিং কার্যালয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া, ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান, সেকেন্ড অফিসার এস আই এসকে আজিজসহ সকল বিট পুলিশ অফিসারদের নের্তৃত্বে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, বাল্য বিবাহ, যৌতুক, মাদক, ইভটিজিং এবং ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদি বিষয়ে জনগনকে সচেতন করা হয়েছে এবং জনগনের সহায়তা কামনা করা হয়েছে। জনগনের সহায়তা নিয়ে আইনশৃংখলার উন্নতি ঘটানোর জন্য সকলের সহায়তা কামনা করা হয়।

এছাড়াও এ বিষয়ে কোন তথ্য থাকলে গোপনে বিট অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়। বিট পুলিশিং কার্যালয় গড়ে তোলা হয়েছে জনগন যাতে সহজে আইনি সেবা পায়। সে লক্ষ্যেই বিট অফিসারগণ কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসন্ধ্যায় ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধঈদে মুক্তি পাবে ‘অন্তর্জাল’