ওয়ানডেতে দ্রুততম ৫ হাজারের বিশ্বরেকর্ড বাবরের

স্পোর্টস ডেস্ক:

কিউই লেগস্পিনার ইশ সোধিকে আলতো করে খেলেই দৌড়ালেন এক রানের জন্য। বাবর আজমের নামের পাশে যোগ হয়ে গেলো আরেকটি কীর্তি। ওই রান পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ানডেতে ৫ হাজারি ক্লাবে ঢুকে পড়লেন পাকিস্তান অধিনায়ক এবং সেটা বিশ্বরেকর্ড গড়ে।

বাবর যেন রানমেশিন। ব্যাট হাতে নামলেই ফিফটি কিংবা সেঞ্চুরি করা চাই-ই চাই! অবিশ্বাস্য ধারাবাহিকতার প্রতিমূর্তি পাকিস্তানি অধিনায়ক এবার ওয়ানডে ইতিহাসে দ্রুততম ৫ হাজার রানের মাইলফলক গড়েছেন।

আজ (শুক্রবার) করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে এই বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন বাবর। ব্যক্তিগত ১৯ রানে পৌঁছানোর পরই দ্রুততম ৫ হাজার ছুঁয়ে ফেলেছেন পাকিস্তানি ব্যাটিং সেনসেশন।

এই রেকর্ড গড়তে বাবরের লেগেছে ৯৭ ইনিংস। এর আগে ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রানের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা। তার লেগেছিল ১০১ ইনিংস। বাবর ৪ ইনিংস কম খেলেই পৌঁছে গেছেন মাইলফলকে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বজুড়ে ফের বেড়েছে খাদ্যপণ্যের দাম
পরবর্তী নিবন্ধএশীয় ক্রেতাদের জন্য তেলের দাম কমাচ্ছে সৌদি