২০০ মডেল মসজিদে হবে ঈদের জামাত

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা দেশের ২০০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এ কথা জানায়।

 

এতে বলা হয়, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে সারা দেশে নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে প্রধানমন্ত্রী ইতিমধ্যে ৪ দফায় ২০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। এসব মডেল মসজিদসমূহে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন করা হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ীয নয় হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টি মসজিদের মধ্যে চার দফায় ২০০টির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশিষ্ট মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

 

পূর্ববর্তী নিবন্ধইউনিসেফের প্রতিবেদন: করোনায় শৈশবকালীন টিকাদানে ৪৪ শতাংশ আস্থা কমেছে
পরবর্তী নিবন্ধ৩৫ হাজার মুসল্লির নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ