বিনোদন ডেস্ক : গত ১৭ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গরমে নাজেহাল টলিউডের স্টুডিওপাড়া। এ কারণে আউটডোর শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস এমনটাই জানিয়েছেন।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে স্বরূপ বিশ্বাস বলেন, ‘আমি প্রযোজক গিল্ড এবং ইম্পাকে (ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) মেইল করেছি। এই গরমে শুটিং করা সত্যিই কষ্টকর। তাই বেশ কিছু নিয়ম বদল করতে হবে। তাই আলোচনায় বসার জন্য মেইল করেছি। আউটডোর শুটিং যাতে এখন বন্ধ থাকে তার চেষ্টা করছি। শুটিংয়ের সময়েরও বদল আনা প্রয়োজন। দুপুরে যাতে শুটিং বন্ধ থাকে, আমাদের পক্ষ থেকে সেই প্রস্তাব রাখা হবে।’
গতকাল বিকালে এ বিষয়ে ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত বলেন, বেলা ৩টা পর্যন্ত কোনো মেইল পাইনি। মেইলটি আবারো খতিয়ে দেখব। এ বিষয়ে যা পদক্ষেপ নেওয়া দরকার, তাই-ই করব।
আউটডোরের শুটিং করছেন ‘পঞ্চমী’ সিরিয়ালের নায়িকা সুস্মিতা দে। এই গরমে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘গরমে পিচের রাস্তায় খালি পায়ে হাঁটা খুব কঠিন। তবে এখন আউটডোর শুটিং একটু কম রাখা হচ্ছে। আমি তো ওআরএস আর তরমুজের উপরেই বেঁচে আছি।’