স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দিনেই সেঞ্চুরি পেয়েছিলেন দিমুথ করুণারত্নে ও কুশাল মেন্ডিস। আজ সোমবার দ্বিতীয় দিনে সেঞ্চুরি পান দিনেশ চান্দিমাল ও সাদিরা সামারাউইকরামা। চার সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ৫৯১ রান তুলে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
করুণারত্নের ১৭৯ ও মেন্ডিসের ১৪০ রানের ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে ৩৮৬ রান তুলে প্রথম দিন শেষ করেছিল লঙ্কানরা। আজ দ্বিতীয় দিনে দ্রুতই ফিরেন প্রবথ জয়সুরিয়া (১৬) ও ধনঞ্জয়া ডি সিলভা। ৩৯০ রানের মাথায় প্রবথ ও ৪০৮ রানের মাথায় ধনঞ্জয়া সাজঘরে ফেরেন। সেখান থেকে জুটি বাঁধেন চান্দিমাল ও সামারাউইকরামা।
সপ্তম উইকেটে তারা দুজন ১৮৩ রানের অবিচ্ছি জুটি গড়েন। এ যাত্রায় দুজনেই তুলে নেন সেঞ্চুরি। চান্দিমাল ১৫৫ বলে ১২ চারে অপরাজিত থাকেন ১০২ রানে। আর সামারাউইকরামা ১১৪ বলে ১১ চারে অপরাজিত থাকেন ১০৪ রানে। তারা দুজন সেঞ্চুরি তুলে নেওয়ার পর পরই দলীয় ৫৯১ রানে ইনিংস ছেড়ে দেয় স্বাগতিকরা।
বল হাতে আয়ারল্যান্ডের কুর্টিস ক্যাম্ফার ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকবিরনি, বেন হোয়াইট ও জর্জ ডকরেল।