মাহিমা চৌধুরীর মা মারা গেছেন

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মাহিমা চৌধুরীর মা মারা গেছেন। চারদিন আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মাহিমার মা। মায়ের মৃত্যু শোক এখনো সামলে উঠতে পারেননি মাহিমা। ভেঙে পড়েছেন মাহিমা ও তার কন্যা আরিয়ানা।

গত বছরের জুনে জানা যায় স্তন ক্যানসারে আক্রান্ত মাহিমা চৌধুরী। যদিও এর কিছু দিন পর সুস্থ হওয়ার খবর জানান বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।

মাহিমার বাবা মারাঠি, মা ছিলেন নেপালি। মাহিমার জন্ম পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। দশম শ্রেণি পর্যন্ত কার্সিয়াংয়ের ডাউ হিল স্কুলে পড়াশোনা করেন। তারপর দার্জিলিংয়ের লোরেটো কলেজে ভর্তি হন। নব্বই দশকে মিস ইন্ডিয়া খেতাব জয়ের পর কাজ শুরু করেন বিজ্ঞাপনে। তারপর নাম লেখান সিনেমায়।

মাহিমা চৌধুরী ১৯৯৭ সালে ‘পরদেশ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— ‘দাগ’, ‘ধাড়কান’, ‘কুরুক্ষেত্র’, ‘দিল হ্যায় তোমহারা’, ‘দিল কেয়া কারে’, ‘লজ্জা’ প্রভৃতি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডার্ক চকলেট’ ২০১৬ সালে মুক্তি পায়।

পূর্ববর্তী নিবন্ধপ্রতি মুহূর্তে নিজেকে বিক্রি করতে হবে :রাধিকা
পরবর্তী নিবন্ধসুঁতোয় ঝুলে গেল আর্সেনালের শিরোপার স্বপ্ন