বেটিংয়ের বিজ্ঞাপনে ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ভিত্তিক একাধিক বেটিং কোম্পানি এখন জনপ্রিয় হয়ে ওঠছে। বিশ্বে অনেক দেশেই এ ধরনের কার্যক্রম নিষিদ্ধ হলেও বেশ কিছু দেশে এর বৈধতা আছে। এমনই এক বেটিং সাইটের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন ব্রেন্ডন ম্যককালাম। যা ইউটিউবে প্রচার করা হয়। তবে নেটিজনদের তোপের মুখে সেই বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে ইউটিউব কতৃপক্ষ।

নিউজিল্যান্ডে ইউটিউবে ভিডিও দেখতে গেলেই বারবার আসছিল বিজ্ঞাপনটি। একটি অনলাইন বেটিং সাইটে নিবন্ধিত হতে বলছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ ম্যাককালাম। নিউজিল্যান্ডের আইনে অনলাইন বেটিং অবৈধ। সাবেক অধিনায়কের বিজ্ঞাপনটি নিয়ে তাই বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় নেটিজেনদের মধ্যে। আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয় সরকারি কর্তৃপক্ষের কাছেও।

নিউজিল্যান্ডের অভ্যন্তরে আপত্তি ওঠায় শেষ পর্যন্ত ম্যাককালামের বেটিংয়ের বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে ইউটিউব। ভিডিও মাধ্যমটির মূল প্রতিষ্ঠান গুগল আলফাবেট ওয়াননিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপনে ম্যাককালামকে মরুভূমিতে একটি স্পোর্টস কার চালাতে দেখাতে দেখা যায়। একপর্যায়ে নিজেকে তিনি ‘২২বেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ বলে উল্লেখ করেন।

 

পূর্ববর্তী নিবন্ধমুক্তি পেল অনন্ত জলিলের নতুন সিনেমা কিল হিম‘র টিজার
পরবর্তী নিবন্ধকেন্দ্রীয় শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে সর্ব সাধারণের শ্রদ্ধা