স্পোর্টস ডেস্ক : আগের দিন রিংকু সিং যা করেছেন, তারপর আইপিএলে কোনো স্কোরই নিরাপদ নয়। আর নাটকীয়তা তো আছেই। এই যেমন সোমবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচও দারুণ রোমাঞ্চ ছড়ালো।
বেঙ্গালুরুতে এদিন আরসিবি আগে ব্যাট করে ২ উইকেটে ২১২ রান সংগ্রহ করে। বিরাট কোহলি ৪ চার ও ৪ ছক্কায় ৬১, ফাফ ডু প্লেসিস ৫ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৭৯ ও গ্লেন ম্যাক্সওয়েল ২৯ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৫৯ রান করে দলীয় সংগ্রহকে ২০০ পার করেন।
কোহলিরা ধরেই নিয়েছিলেন অনায়াসে জিতবেন তারা। লক্ষ্ণৌর শুরুটা তেমন কিছুরই ইঙ্গিত দিয়েছিল। ২১৩ রানের টার্গেটে খেলতে নেমে পাওয়ার প্লে’র ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা তোলে মাত্র ৩৭ রান! ১৪ ওভারে তাদের জিততে প্রয়োজন ছিল ১৭৬ রান। যা প্রায় অসম্ভব। কিন্তু সেখান থেকে মার্কাস স্টয়েনিস ও নিকোলাস পুরানের ব্যাটিং তাণ্ডবে দৃশ্যপট পাল্টে যায়।
স্টয়েনিস মাত্র ৪০ বলে ৬টি চার ও ৫ ছক্কায় ৬৫ রান করে আউট হন। আর পুরান ১৭তম ওভারে আইপিএলের এবারের আসরে দ্রুততম ফিফটি তুলে মাত্র ১৯ বলে ৪টি চার ও ৭ ছক্কায় ৬২ রান করে ফেরেন। তার ব্যাটিং তাণ্ডবে জয়টা অবশ্য নাগালেই চলে আসে লক্ষ্ণৌর।
জেতার জন্য শেষ ১৮ বলে ২২ রান প্রয়োজন ছিল তাদের। শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রান। সেখানেও হয় নাটকীয়তা। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে শেষ বলে ১ রান নিয়ে রোমাঞ্চকর এক জয় পায় লক্ষ্ণৌ। নিকোলাস পুরানের দ্রুততম ফিফটিতে ম্লান হয়ে যায় কোহলিদের বীরোচিত ব্যাটিং।
এই জয়ে চার ম্যাচের ৩টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসরা। ৩ ম্যাচের একটিতে জয় পাওয়া বেঙ্গালুরু নেমে গেছে সপ্তম স্থানে।