পদ্মা সেতুর সরকারি ঋণের দুই কিস্তি পরিশোধ

নিউজ ডেস্ক : পদ্মা সেতু নির্মাণে অর্থবিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী গৃহীত ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি পরিশোধ করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) গণভবনে আনুষ্ঠানিকভাবে ৩শ ১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকার চেক দেওয়া হয়।

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই কিস্তি পরিশোধের চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এসময় অর্থ সচিব ও সেতু সচিবও উপস্থিত ছিলেন।

পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যসহ সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধইত্যাদিতে একসঙ্গে তিন তারকা
পরবর্তী নিবন্ধকলেজছাত্রীকে ধর্ষণ ৬ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন