গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, ১ জন নিহত, আহত ৪০

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলিস্তানে সাততলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এ পর্যন্ত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। মঙ্গলবার (৭ মার্চ) ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সাততলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে বাসের চাপায় তিনজন নিহত
পরবর্তী নিবন্ধমানুষের আহাজারিতে ভারী গুলিস্তান